ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফিফা র‌্যাংকিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৪ জুন ২০১৯

লাওসের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠার পুরস্কার পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৫ ধাপ এগিয়েছে।

১৮৮ থেকে এখন বাংলাদেশের অবস্থান ১৮৩। লাওস ছিল ১৮৪ নম্বরে। তারা চার ধাপ নেমে এখন ১৮৮ নম্বরে।

এশিয়ার ৪৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৮ নম্বরে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে যথারীতি ইরান। তাদের ফিফা র‌্যাংকিং ২০। দ্বিতীয় স্থানে জাপান (২৮) এবং তৃতীয় দক্ষিণ কোরিয়া (৩৭)।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত সবার ওপরেই আছে। তাদের ফিফা র‌্যাংকিং ১০১। এরপর মালদ্বীপ (১৫১), নেপাল (১৬৫), বাংলাদেশ (১৮৩), ভুটান (১৮৬), শ্রীলঙ্কা (২০১) এবং পাকিস্তান (২০৫)।

অন্য দিকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় ফ্রান্স, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইংল্যান্ড, পঞ্চম পর্তুগাল, ষষ্ঠ ক্রোয়েশিয়া, সপ্তম স্পেন, অষ্টম উরুগুয়ে, নবম সুইজারল্যান্ড, দশম ডেনমার্ক। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও জার্মানি মিলিতভাবে ১১ নম্বরে।

আরআই/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন