রিয়ালে যোগ দিয়েই বিশ্বসেরা হওয়ার প্রতিশ্রুতি হ্যাজার্ডের
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল এডেন হ্যাজার্ডকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। পরিচিতি পর্বে চেলসি থেকে লস-ব্লাঙ্কোস শিবিরে যোগ দেয়া হ্যাজার্ডকে বরণ করে নিতে প্রায় অর্ধ-লক্ষাধিক রিয়াল সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হন।
এদিকে রিয়ালে যোগ দিয়েই বিশ্বের সেরা ফুটবলার হতে চেষ্টা করবেন বলে সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাজার্ড। বেলজিয়ান এই ফরোয়ার্ড রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আগামী মাস থেকে রিয়ালের জার্সি গায়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আমি অনেক ট্রফি জিততে চাই। ছেলে-বেলা থেকেই আমি রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আপনাদের সকলকে ধন্যবাদ।'
ইংলিশ জায়ান্ট চেলসির হয়ে ৭ মৌসুম মাঠ কাপালেও হ্যাজার্ডের রিয়াল প্রীতির কথা কারোরই অজানা নয়। গ্যালাক্টিকোসদের প্রধান কোচ জিনেদিন জিদানেরও বিশাল ভক্ত ২৮ বছর বয়সী এই ফুটবলার। প্রিয় ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত তিনি, 'সকলেই জানে জিদান আমার আদর্শ। এখন সে আমার কোচ। সে আমার ফুটবলার হওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমি এবং আমার পরিবারের সকলেই খুব খুশি। বিশেষ করে আমার মা। আমি নতুন মৌসুম শুরু করার জন্য মুখিয়ে আছি।'
পরিচিতি পর্ব শেষ হলে গণমাধ্যমকে হ্যাজার্ড বলেন, 'আমি ছোট থাকতেই এই ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি সবসময়ই রিয়ালকে সমর্থন দিয়ে আসছি। আমি ফ্রান্স ও ইংল্যান্ডে খেলেছি। তবে এই জার্সি গায়ে চড়ানো আমার জন্য সম্মানের। এখন আমার লক্ষ্য হচ্ছে, উপভোগ করা এবং রিয়ালের হয়ে ম্যাচ জয় ও শিরোপা জয়।'
বিশ্বের সেরা ক্লাবে এসে বিশ্বসেরা ফুটবলার হতে পারবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বেলজিয়ান সুপারস্টারের উত্তর, 'হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দেবো বিশ্বের সেরা ফুটবলার হতে। কিন্তু প্রথমে আমি চাই আমার দল সেরা হবে এবং শিরোপা জিতবে। এটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ এবং আমি তা মোকাবিলার জন্য প্রস্তুত।'
এসএস/এমএস