ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকা থেকে জয় নিয়ে ফিরতে চায় লাওস

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৯ জুন ২০১৯

ঘরে হেরেছে ১-০ গোলে। বাংলাদেশে এসে সেই ফল উল্টে দেয়া কঠিন লাওসের জন্য। কিন্তু তারা সে কাজটি করতে দৃঢ় প্রতিজ্ঞ। পিঠ দেয়ালে ঠেকায় তাদের সামনে এগুনো ছাড়া উপায় নেই।

রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলনের পর লাওসের কোচ সুন্দরম মূর্তি বলেছেন, ‘এখনো ৯০ মিনিটের খেলা বাকি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস ম্যাচের ফল বদলে দিতে পারবো।’

বাংলাদেশ সম্পর্কে লাওস কোচ বলেছেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশ বেশ উন্নতি করেছে। শারীরিকভাগে এখন দলটি আগের চেয়ে ভালো। পাসিং আর স্পিডে তারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তারপরও আমরা আত্মবিশ্বাসী ম্যাটি জেতার ব্যাপারে।’

ঘরের মাঠে হারার কারণ ব্যাখ্যা করে লাওস কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এ কারণেই আমরা ম্যাচটি ১-০ গোলে হেরেছি। আমরা আশাবাদী বাংলাদেশের হোম ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে পারবো। সেটাই গুরুদ্বপূর্ণ। এখানে এসে মাত্র দুই সেশন অনুশীলনের সুযোগ পেয়েছি।’

ওই ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য খুঁজতে বললে লাওস কোচ বলেন, ‘পার্থক্য এতটুকুই ছিল যে বাংলাদেশ একটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেছেন। এটাই ফুটবল।’

বৃষ্টি হলে কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন করা হলে সুন্দরম মূর্তি বলেছেন, ‘বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না। কারণ, দুই দলকেই একই মাঠে খেলতে হবে।’

আরআই/এসএএস/পিআর

আরও পড়ুন