ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩৫৫ দিন পর ফ্রি-কিকে রোনালদোর গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৬ জুন ২০১৯

ক্লাব ফুটবলের মৌসুম শেষ। তাই এখন জাতীয় দলের হয়েই খেলতে ব্যস্ত ফুটবলাররা। গতকাল (বুধবার) উয়েফা ন্যাশনস লিগের সেমিফাইনালে পর্তুগালের জার্সি গায়ে আবারো মাঠ মাতালেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ওই ম্যাচে রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকের উপর ভর করে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। আর এই জয়ের সুবাদে আসরের ফাইনালে উঠে যায় দলটি।

ম্যাচের প্রথমার্ধেই ২৫ গজ দূরে থেকে ফ্রি-কিকে দারুণ এক গোল করেন এই পর্তুগিজ তারকা। তাতে জাতীয় দলের হয়ে ৩৫৫ দিন ফ্রি-কিকে গেল না পাওয়ার আক্ষেপ দূর হয় তার। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোল করে সুইজরা সমতায় ফিরলেও অন্তিম মুহূর্তে দুই গোল করে দলের জয়ে নিশ্চিত করেন রোনালদো।

এই ম্যাচের আগে রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে সর্বশেষ ফ্রি-কিকে গোল করেন রোনালদো। সেই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ওই ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়।

ইদানীং ক্লাবের হয়েও ফ্রি-কিকে গোল পাচ্ছেন না রোনালদো। জুভেন্টাসের হয়ে গত মৌসুমে ২৩ টি ফ্রি-কিকের একটিকেও গোলে রূপান্তর করতে পারেননি এই ফুটবলার।

এএইচএস/এমএমআর/পিআর

আরও পড়ুন