ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আলভেসের কাছে অধিনায়কত্ব হারালেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪০ এএম, ২৮ মে ২০১৯

ক্লাব সতীর্থ দানি আলভেসের কাছে জাতীয় দলের অধিনায়কত্ব হারালেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিল দলের নেতৃত্বে থাকবেন পিএসজির ডিফেন্ডার আলভেজ। মূলত ঘরের মাঠে আয়োজিত কোপা আমেরিকায় নেইমারের ওপর অতিরিক্ত চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সোমবার সিবিএফ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ৩৬ বছর বয়সী আলভেজের কোপায় জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। আগামী ৫ জুন ব্রাজিলে অনুষ্ঠেয় কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ব্রাজিলের হয়ে নতুন অধ্যায় শুরু হবে আলভেসের।

সিবিএফ আরও জানিয়েছে, এরই মধ্যে বিষয়টি নেইমার এবং আলভেস দুজনকেই জানিয়ে দিয়েছেন দলের কোচ তিতে। তবে এক সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি তাদের মধ্যে। গত শনিবার রিও ডি জানেরিওতে ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। তবে নতুন অধিনায়কত্ব পাওয়া আলভেস দলের সঙ্গে যোগ দেবেন আজ (মঙ্গলবার)।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের কাছে হারার পর এক দর্শককে মাড়তে উদ্যত হয়েছিলেন নেইমার। এ কারণে শাস্তিও পেয়েছেন তিনি। ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন পিএসজির তারকা এই ফুটবলার। তবে তাতেও মন গলেনি ব্রাজিল কোচের।

জানা গেছে, নেইমারের এই অখেলোয়াড়সুলভ আচরণই তার আর্মব্যান্ড হারানোর মূল কারণ। এদিকে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা এবার যেহেতু ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু শিরোপা জেতার বাড়তি প্রত্যাশা তো থাকছেই। দলের সেরা ফুটবলার নেইমারের কাঁধে তাই অধিনায়কত্বের বাড়তি বোঝা চাপিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না তিতে।

এসএস/পিআর