ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইতালিতে প্রথম মৌসুমেই সবার চেয়ে দামি রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৯ মে ২০১৯

নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্য নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে সুদূর ইতালিতে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দেন তুরিনের ক্লাব জুভেন্টাসে। স্বপ্ন ছিল রিয়ালকে টানা চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ওল্ড লেডিদেরও বহুল আকাঙ্ক্ষিত ইউরোপ সেরার মুকুট এনে দেবেন তিনি।

তবে প্রথম মৌসুমে সে যাত্রায় ব্যর্থ হয়েছেন রোনালদো। রূপকথা জন্ম দেয়া ডাচ ক্লাব আয়াক্সের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে তার দল। চ্যাম্পিয়নস লিগে সফলতা না দেখলেও জুভেন্টাসকে রেকর্ড অষ্টমবারের মতো লিগ শিরোপা জেতানোয় অগ্রণী ভূমিকা পালন করেন রোনালদো।

পুরো মৌসুম জুড়ে সাদা-কালো জার্সি গায়ে লিগে ৩০ ম্যাচ খেলে করেছেন ২১ গোল। এ ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১ গোল। আর এই অতিমানবীয় পারফরম্যান্সের বদৌলতে ইতালিতে প্রথম বছরেই পেয়ে গেলেন লিগের সেরা ফুটবলারের খেতাব।

পর্তুগিজ সুপারস্টারকে গতকাল (শনিবার) 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' হিসেবে ঘোষণা করেছে সিরি আ কর্তৃপক্ষ। সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণার পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার, সেরা ফরোয়ার্ড, সেরা উদীয়মান তারকার নামও প্রকাশ করা হয়েছে।

সিরি আ অ্যাওয়ার্ড পাওয়া ফুটবলারদের তালিকা :

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)
সেরা গোলরক্ষক : সামির হান্ডানোভিচ (ইন্টার মিলান)
সেরা ডিফেন্ডার : কালিদৌ কৌলিবালি (নাপোলি)
সেরা মিডফিল্ডার : সের্জি মিলিনকোভিচ-সাভিচ (লাজিও)
সেরা ফরোয়ার্ড : ফ্যাবিও কুয়াগ্লিয়ারেল্লা (সাম্পাদোরিয়া)
সেরা উদীয়মান ফুটবলার : নিকোলা জানিওলা (রোমা)

এসএস/এসএএস/জেআইএম

আরও পড়ুন