ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হার্ট অ্যাটাকের ধকল কাটতে না কাটতেই অবসরে ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৭ মে ২০১৯

কদিন আগেই অনুশীলনের সময় হার্ট অ্যাটাক হয় ইকার ক্যাসিয়াসের। স্পেনের এই কিংবদন্তি গোলরক্ষকের আর সেই ধকল কাটিয়ে মাঠে ফেরা হলো না। তিনি সুস্থ হয়ে উঠেছেন, তবে জীবনের ঝুঁকি নিয়ে আর খেলা চালিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখাতে চাননি।

৩৭ বছর বয়সে এসে ফুটবল মাঠকে বিদায় বললেন ক্যাসিয়াস। ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটলো তাতে। পোর্তোর এই গোলরক্ষকের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

সান্তিয়াগো বার্নাব্যুতে পাঁচটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ক্যাসিয়াস। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষকও ছিলেন তিনি। টানা দুইবার (২০০৮ এবং ২০১২) স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

২০১৫ সালে পোর্তোতে যোগ দেয়ার পর ক্লাবের এক নাম্বার গোলরক্ষকই ছিলেন ক্যাসিয়াস। ২০১৮ সালে দলকে প্রিমিরিয়া লিগার শিরোপা জেতাতেও বড় অবদান ছিল তার।

চলতি মাসের শুরুতে এই পোর্তোর ট্রেনিং গ্রাউন্ডেই নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। এমন সময়ে হঠাৎ হার্ট অ্যাটাক (হৃদরোগে আক্রান্ত হয়ে) হয় ক্যাসিয়াসের। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কয়েকদিন হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে উঠেন কিংবদন্তি এই গোলরক্ষক। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছিলেন, 'সবকিছু নিয়ন্ত্রণে আছে। বড় ভয় পেয়েছিলাম। কিন্তু আমার শরীর এখন ঠিক আছে।'

ভক্ত-সমর্থকরাও আশাবাদী হয়ে উঠেছিলেন ক্যাসিয়াসের এমন কথা শুনে। অথচ তিনিই হঠাৎ জানিয়ে দিলেন, গ্লাভস জোড়া হাতে পোস্টের নিচে আর নয়!

এমএমআর/পিআর

আরও পড়ুন