ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১১ ম্যাচ পর মোহামেডানের জয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১০ মে ২০১৯

বিজেএমসির বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল মোহামেডান। তাও ১১০ দিন আগে। জানুয়ারির ২০ তারিখে। তারপর মোহামেডান ১১ ম্যাচ খেলে তিনটি ড্র করে হেরেছে ৮ টিতে। অবশেষে আবার জয়ের মুখ দেখলো সাদা-কালোরা। প্রতিপক্ষ সেই বিজেএমসি। জয়ের ব্যবধানও আগের মতো ২-১। শুক্রবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিজেএমসিকে হারিয়ে ভুলে যাওয়া জয়টি পেলো সাদা-কালোরা।

মধ্যবর্তী দলবদলে দুই বিদেশি পরিবর্তন করেছে মোহামেডান। গাম্বিয়ান ল্যান্ডিং ও নাইজেরিয়ান এনকোচা কিংসলেকে ছেড়ে দিয়ে তারা দলে নিয়েছে মালির সোলেমান দিয়াবাতে ও ক্যামেরুনের ইকাঙ্গাকে। মালির সোলেমান প্রথম ম্যাচেই সমর্থকদের আশান্বিত করেছেন। মোহামেডানের দুই গোলেই তার অবদান।

তবে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই বিজেএমসি গোল করে এগিয়ে যাওয়ার পর মোহামেডান সমর্থকরা আরেকটি পরাজয়ের শঙ্কাই করছিল। দুই বিদেশির গোলে মোহামেডান জয়ে ফিরতে পেরেছে ১১ ম্যাচ পর।

ম্যাচ শুরু হতে না হতেই গোল। উজবেকিস্তানের ওতাবেক ডান দিক দিয়ে ঢুকে মোহামেডানের নতুন গোলরক্ষক পাপ্পুর মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে এগিয়ে দেন বিজেএমসিকে।

১৮ মিনিটে পেনাল্টি গোলে ম্যাচে ফেরে মোহামেডান। দলটির নতুন ফরোয়ার্ড মালির সলেমান দিয়াবাতে বল নিয়ে ঢুকলে তাতে ফেলে দেন বিজেএমসির গোলরক্ষক। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করেন জাপানি ইউরি। ৬১ মিনিটে মোহামেডানের জয়সূচক গোলটি করেন মালির সালেমান দিয়াবাতে।

এ জয়ে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে উঠে আসলো মোহামেডান। বিজেএমসি ৪ পয়েন্ট নিয়ে পড়ে থাকলো তলানিতেই।

আরআই/এমএমআর/পিআর

আরও পড়ুন