ভারত যাওয়ার আগে সাবিনাকে যে উপদেশ দিলেন কোচ ছোটন
গত বছর খেলেছেন সেথু এফসিতে। এবার ইন্ডিয়া উইমেন্স লিগের আরো বড় ক্লাব গকুলাম কেরালা এফসিতে খেলবেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। দেশের বাইরে খেলা অনিশ্চিত হওয়ার পর হঠাৎ আরো বড় সুযোগ এই গোলমেশিনের।
সাবিনার মতো খুশি তার কোচ গোলাম রব্বানী ছোটনও। সন্ধ্যায় ভারতের ফ্লাইট ধরতে যাওয়ার আগে সাবিনা বিকেলে বাফুফে ভবনে গিয়ে দেখা করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন ও তার সহকারী মাহবুবুর রহমান লিটুর সঙ্গে। নতুন চ্যালেঞ্জ নিয়ে ভারত যাওয়ার আগে সাবিনা সঙ্গে নিয়ে গেছেন তার শিক্ষাগুরুদের দোয়া।
ঢাকা ত্যাগের ঠিক আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবিনা নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, ‘নতুন ক্লাব। আমার জন্য নতুন চ্যালেঞ্জ। চেষ্টা থাকবে ভালো কিছু করার। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
কোচ ছোটনের এই ‘ভালো খেলার’ উপদেশটাও সঙ্গে নিয়ে গেছেন সাবিনা। দেশের নারী ফুটবলের এই গোলমেশিনকে বিদায় দিয়ে গোলাম রব্বানী ছোটন জাগো নিউজকে বলেছেন, ‘সাবিনা আগে মালদ্বীপ ও ভারতে খেলেছে। দুই দেশেই ওর পারফরম্যান্স ছিল ভালো। আর সাবিনা সবসময়ই ভালো খেলে। তাকে বলেছি 'ভালো খেলো, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করো।’
শুধু মাঠে ভালো পারফরম্যান্সই নয়, মাঠের বাইরেও যেন সাবিনা অন্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকেন। ‘সাবিনা ভারতে খেলবে দেশের দূত হয়ে। সেখানে অনেক তার চেয়ে অনেক কমবয়সী খেলোয়াড়ও থাকবেন। সবাই যেন সাবিনার কাছ থেকে ভালো কিছু শিক্ষা নিতে পারে সেভাবে তাকে চলতে বলেছি। সে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়দের একজন। সাবিনার খেলা ও আচরণে ভারতের মাটিতে বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপনই ফুটে উঠবে। আমি চাই অন্য দেশের মেয়েরা সাবিনার কাছ থেকে জানুক, কিভাবে বাংলাদেশের মেয়েদের ফুটবল এগিয়ে যাচ্ছে’-বলেছেন গোলাম রব্বানী ছোটন।
আরআই/এমএমআর/পিআর