ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনুশীলনের সময় হার্ট অ্যাটাক, হাসপাতালে ইকার ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০১ মে ২০১৯

পোর্তোর হয়ে ট্রেনিং গ্রাউন্ডে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। এমন সময়ে হঠাৎ হার্ট অ্যাটাক (হৃদরোগে আক্রান্ত হয়ে) ইকার ক্যাসিয়াসের। স্পেনের কিংবদন্তি এই গোলরক্ষককে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

স্বস্তির খবর হলো, ৩৭ বছর বয়সী ক্যাসিয়াসের স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বর্ণে মোড়ানো ক্যারিয়ার ইকার ক্যাসিয়াসের। স্প্যানিশ গোলরক্ষক তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জিতেছেন পাঁচবার।

স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ শিরোপা হাতে তুলেন ক্যাসিয়াস। টানা দুইবার (২০০৮ এবং ২০১২) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলেরও গোলরক্ষক ছিলেন তিনি।

পোর্তো এক বিবৃতিতে ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের বিষয়টি জানিয়েছে। বর্তমানে তিনি সিআইএফ পোর্তো হাসপাতালে ভর্তি আছেন। তবে অবস্থা ভালো, হার্টের সমস্যার চিকিৎসা হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন