ইংলিশ ক্লাব ফুটবলের বর্ষসেরা একাদশে ম্যান সিটির ৬ জন
২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা দল ঘোষণা করেছে ইংল্যান্ডের প্রফেশনালস ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। টানা দ্বিতীয়বারের মতো এই দলে জয়জয়কার ম্যানচেস্টার সিটির।
গত মৌসুমে পিএফএ'র বর্ষসেরা দলে পাঁচজন ছিলেন ম্যানচেস্টার সিটি থেকে। এবার বেড়েছে একজন, হয়ে গেছে ছয়জন। তবে গত বছরের পাঁচজনের মধ্যে কেবল আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোই নিজের জায়গা ধরে রেখেছেন।
এছাড়া পিএফএ একাদশে ম্যান সিটির অন্য পাঁচজন হলেন গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার অ্যামেরিক লাপোর্ট, মিডফিল্ডার বার্নার্দো সিলভা ও ফার্নান্দিনহো এবং ফরোয়ার্ড রহিম স্টার্লিং।
এই একাদশের বাকি পাঁচজনের মধ্যে চারজনই আবার লিভারপুলের। তারা হলেন তিন ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন, ভার্জিল ভন ডাইক ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড এবং একমাত্র ফরোয়ার্ড সাদিও মানে। ম্যানচেস্টার ইউনাইটেডের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন পল পগবা।
পিএফএ বর্ষসেরা দল:
গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: অ্যামেরিক লাপোর্ত (ম্যানচেস্টার সিটি), অ্যান্ড্রু রবার্টসন (লিভারপুল), ভার্জিল ভন ডাইক (লিভারপুল) ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল)।
মিডফিল্ডার: বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড) ও ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি)।
ফরোয়ার্ড: সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), সাদিও মানে (লিভারপুল) ও রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।
এসএএস/এমএস