ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমিরাতের বিদায়, সেমিতে বাংলাদেশ ও কিরগিজস্তান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

সমীকরণটা ছিল সহজ- সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জিতলেই বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত হবে কিরগিজস্তানের। সমীকরণ মিলিয়েই কিরগিজ মেয়েরা উঠে গেছে শেষ চারে।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়েছে তারা। দুই হারে বিদায় নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। কিরগিজস্তানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশেরও।

ফিফা র্যাংকিংয়ে টুর্নামেন্টের ৬ দেশের মধ্যে শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। প্রথম ম্যাচে তারা বাংলাদেশের কাছে হারলেও হজম করেছিল মাত্র ২ গোল। কিরগিজস্তানের বিরুদ্ধে তাদেরই ফেবারিট ধরেছিল অনেকে; কিন্তু সেই আরব আমিরাতই সবার আগে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।

আরব আমিরাতের দুর্ভাগ্যও বলতে হবে। তারা পেনাল্টি মিস করেছে। শেষ ৭ মিনিট ১০ জনের কিরগিজস্তানকে পেয়েও ম্যাচে ফিরতে পারেনি। শেষ বাঁশির পর হতাশ আমিরাতের মেয়েরা কান্নায় ভেঙ্গে পড়েন পরস্পরকে জড়িয়ে ধরে। ম্যাচটি ড্র করে হোটেলে ফিরতে পারলেও আমিরাতের আশা বেঁচে থাকতো। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মধ্যপ্রচ্যের দেশটির মেয়েরা।

৬ মিনিটে বরনবেকভার গোলে এগিয়ে যায় কিরগিজস্তান। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেনজেবুবু। ৩৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে আইজারকান পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন।

৮৭ মিনিটে কিরগিজস্তানের আইজারকান লালকার্ড পেয়ে মাঠের বাইরে গেলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় কিরগিজের মেয়েদের। সেমিফাইনাল নিশ্চিত হওয়া বাংলাদেশ ও কিরগিজস্তানের কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা ঠিক হবে শুক্রবার দুই দেশের খেলার পর। বাংলাদেশ গোলগড়ে এগিয়ে থাকায় ড্র করলেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। জিততেই হবে কিরগিজস্তানকে।

আরআই/আইএইচএস/পিআর

আরও পড়ুন