ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেমিতে শক্তিশালী ভারতকেই পেলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৭ মার্চ ২০১৯

ভারতকে হারিয়ে শ্রীলংকা অঘটন ঘটালেই নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ পেতো। এমন কিঞ্চিত প্রত্যাশা যারা করেছিলেন তাদের আশার গুড়ে বালি ঢেলে দিয়ে ভারতই এখন সেমিফাইনালে বাংলাদেশের সামনে।

শ্রীলংকা কোনো প্রতিরোধ গড়তে পারবে না তা অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। রোববার নেপালের বিরাটনগরে শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফরম্যাট অনুযায়ী ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে খেলতে হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে। প্রতিপক্ষই বলে দিচ্ছে গতবারের রানার্সআপ বাংলাদেশের এবার সেমিফাইনাল থেকেই বিদায়ের শঙ্কায়।

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে। ওই জয়টি বাংলাদেশের সেমিফাইনাও নিশ্চিত করেছিল। কিন্তু শক্তিশালী স্বাগতিক নেপালের কাছে বাংলাদেশের মেয়েরা এক অর্থে কোনো পাত্তাই পায়নি। ২৬ মিনিটের মধ্যে ৩ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে সাবিনারা।

টুর্নামেন্টের দুটি ম্যাচ হবে ২০ মার্চ। অন্য সেমিফাইনালে স্বাগতিক নেপাল খেলবে শ্রীলংকার বিরুদ্ধে।

আরআই/আইএইচএস/পিআর

আরও পড়ুন