কম্বোডিয়া সফরের দলে সেই গোলরক্ষক সোহেল
গত বছর নীলফামারিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে হাস্যকর গোল খেয়ে বাংলাদেশকে হারিয়েছিলেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। সাফ চ্যাম্পিয়নশিপে একইভাবে নেপালের বিরুদ্ধে গোল হজম করেছিলেন এই গোলরক্ষক। সমালোচনার পর কোচ জেমি ডে তাকে বঙ্গবন্ধু গোল্ডকাপের দল থেকে বাদ দিয়েছিলেন।
এই তো গত ১২ ফেব্রুয়ারি ময়মনসিংহে প্রিমিয়ার লিগের ম্যাচে আরামবাগের বিরুদ্ধে বাজে গোল খেয়ে নিজ ক্লাব আবাহনীকে প্রায় বিপদেই ফেলে দিয়েছিলেন আলোচিত এ গোলরক্ষক। পরে জোড়া গোল করে পিছিয়ে পড়া আবাহনীকে উদ্ধার করেন নবিব নেওয়াজ জীবন। সেই গোলরক্ষক সোহেলকে অন্তর্ভূক্ত করেই কম্বোডিয়া সফরের জন্য ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
৯ মার্চ নমপেনে কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের কাছে হারার ৫ মাস পর আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
কম্বোডিয়া সফরের জন্য প্রাথমিক যে দল ঘোষণা করা হয়েছে সেখানে প্রাধান্য তরুণদের। বঙ্গবন্ধু গোল্ডকাপের ২৩ সদস্যের স্কোয়াডে থাকা ৪ ফুটবলারের নাম ছেঁটে ফেলেছেন ইংলিশ কোচ জেমি ডে। বয়স ৩৪ ছুঁইছুঁই করা ডিফেন্ডার ওয়ালি ফয়সাল, গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন, জাফর ইকবাল ও জাভেদ খানকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখেননি কোচ। আরেক সিনিয়র খেলোয়াড় মামুনুল ইসলাম ২৭ জনের তালিকায় থাকলেও চূড়ান্ত দলে জায়গা হবে কিনা তা সময়ই বলে দেবে।
জাতীয় দলের পাশপাশি বাফুফে ২৯ সদস্যের অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক তালিকাও ঘোষণা করেছে। জাতীয় দলের তালিকায় থাকা অন্তত এক ডজন খেলোয়াড় আছেন যুব দলের প্রাথমিক স্কোয়াডে। কম্বোডিয়া ম্যাচের ১৩ দিন পর বাহরাইনে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। নমপেন থেকে ফিরেই যুব দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন কোচ জেমি ডে।
আরআই/আইএইচএস/এমএস