দুই পেনাল্টিতে রিয়ালের রক্ষা
ভাগ্য যেন মাথার উপর ছায়া দিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। লেভান্তের মাঠে আরেকটু হলে হোঁচট খেতে বসেছিল সান্তিয়াগো সোলারির দল। শেষ পর্যন্ত দুই পেনাল্টিতে কষ্টের এক (২-১) জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। গত অক্টোবরে নিজেদেরই মাঠে লেভান্তের কাছে একই ব্যবধানে হেরেছিল রিয়াল।
কপাল ভালো থাকলে এই ম্যাচটাও জিততে পারতো লেভান্তে। তাদের দুটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে। একবার তো রেফারি পেনাল্টির একটি জোড়ালো আবেদন এড়িয়েই যান।
সেটা ম্যাচের ২০তম মিনিটের ঘটনা। দানি কারভাহেল কাঁধে হাত দিয়ে ডি-বক্সের মধ্যে ফেলে দেন লেভান্তের লুইস মোরালেসকে। কিন্তু রেফারি ভিআর দেখার প্রয়োজন বোধ করেননি।
৪২তম মিনিটে লুকা মডরিচের শট হাতে লেগে যায় লেভান্তের লুনার। পেনাল্টি পায় রিয়াল। করিম বেনজেমা গোল করতে ভুল করেননি। ওই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সোলারির দল।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় রজার মার্টির গোলে সমতায় ফেরে লেভান্তে। ৭৪ মিনিটে বেনজেমাকে তুলে গ্যারেথ বেলকে নামান রিয়াল কোচ। এর মিনিট চারেক পরেই আরেকটি গোল পেয়ে যায় রিয়াল, গোল করেন বদলি হিসেবে নামা ওয়েলস তারকাই। এবারেরটিও পেনাল্টিতে, ক্যাসিমিরোকে ফাউল করার মাশুল দিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে লেভান্তে।
এই জয়ে ২৫ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল মেসির বার্সেলোনা।
এমএমআর/পিআর