নোফেলের প্রথম শিকার নাইমুদ্দিনের ব্রাদার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখলো নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের সমন্বয়ে গড়া নতুন ক্লাবটি ৬ ম্যাচ খেলে মাত্র দুটি ড্র নিয়ে ধুঁকছিল পয়েন্ট টেবিলের তলানিতে।
শনিবার ঘরের মাঠ নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে তারা প্রথম জয়টি পেয়েছে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে। উপমহাদেশের অন্যতম অভিজ্ঞ ও সেরা কোচ সৈয়দ নাইমুদ্দিনের দলটিই হলো নোফেলের প্রথম শিকার।
প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়ায় নোফেল এক লাফে উঠে গেলো টেবিলের নবম স্থানে। নতুন দলটিকে জায়গা ছেড়ে দিয়ে দশে নেমে গেলো মোহামেডান। আর ১৩ দলের প্রিমিয়ার লিগে এখন ব্রাদার্স সবার নিচে ৩ পয়েন্ট নিয়ে।
নোফেলের প্রথম জয়ে গোল করেছেন গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা ও ফরহাদ মনা। চতুর্থ মিনিটে আশরাফুল ইসলামের ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে দেন বাঙ্গুরা।
৩০ মিনিটে এই বাঙ্গুরার শট ফিস্ট করেও শেষ রক্ষা করতে পারেননি ব্রাদার্সের গোলরক্ষক। ফিরতি বলে ফরহাদ মনা ব্যবধান দ্বিগুণ করেন।
কমলাজার্সিধারীদের ফুটবল মাঠে দুর্দিনই যাচ্ছে। ৭ ম্যাচের ৬ টিতেই হারলো তারা। একটি মাত্র জয় মোহামেডানের বিরুদ্ধে। ওই ৩ পয়েন্ট নিয়ে এখন টেবিলে সবার নিচে গোপীবাগের দলটি।
আরআই/এমএমআর/এমকেএইচ