মোহামেডানের কোচের দায়িত্ব ছাড়লেন নাসির
প্রিমিয়ার ফুটবল লিগে টানা চার ম্যাচ হারার পর মোহামেডানের কোচের দায়িত্ব ছাড়লেন আলী আসগর নাসির। মোহামেডান ছাড়ার কারণ হিসেবে নাসির স্বাধীনভাবে কাজ করতে না পারার কথা উল্লেখ করেছেন। তবে মোহামেডানের সিনিয়র ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেছেন, ‘কোচ ছুটিতে গেছেন। রোববার যোগ দেবেন।’
মোহামেডান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বিজেএমসিকে হারিয়েছে। তারপর টানা চার ম্যাচ হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে।
দায়িত্ব ছেড়ে কোচ আলী আসগর নাসির বলেছেন,‘আমি একাদশ তৈরি করতে পারি না। খেলোয়াড় বদলেও আমার কোনো হাত থাকে না। নিজে দল করতে না পারলে হারের দায়িত্ব নিতে যাব কেন?’
মোহামেডান এ মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সাদা-কালোরা। মোহামেডান মৌসুম শুরু করেছিল ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান্সকে দিয়ে। তার চলে যাওয়ার পর নাসিরকে দায়িত্ব দিয়েছিল ক্লাবটি। মোহামেডান লিগের পরবর্তী ম্যাচ খেলবে সোমবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।
আরআই/জেডএ