ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় লা লিগার কর্মকর্তা হোসে অ্যান্থনিও

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

স্প্যানিশ প্রিমিয়ার ফুটবল লিগ লা লিগার কর্মকর্তা হোসে অ্যান্থনিও চাচাজা তিন দিনের সফরে এখন ঢাকায়। অ্যান্থনিও দুই বছর ধরে লা লিগার কান্ট্রি ম্যানেজার, ভারত হিসেবে দায়িত্ব পালন করছেন। লা লিগায় যোগ দেয়ার আগে তিনি স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনে হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশটির ফুটবলে পৃষ্ঠপোষক ও সম্প্রচারে বড় ভূমিকা রাখেন।

অ্যান্থনিও’র ঢাকায় আসা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন দল বসুন্ধরা কিংসের কোচ স্পেনের অসকার ব্রুজনের আমন্ত্রণে। ঢাকায় এসে অ্যান্থনিও প্রথমেই বসুন্ধরা কিংসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নতুন ক্লাবটির অনুশীলন মাঠসহ বিভিন্ন সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেছেন। বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি তৈরি করলে তাতে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন লা লিগার এ কর্মকর্তা।

বসুন্ধরা কিংসের ম্যানেজার বায়জিদ আলম যোবায়ের নিপু জাগো নিউজকে জানিয়েছেন, ‘অ্যান্থনিও আমাদের ক্লাবের পরিবেশ ও অনুশীলন মাঠ দেখে খুশি। আমরা একাডেমি করলে তিনি কিভাবে সহযোগিতা করতে পারেন তাও জানতে চেয়েছেন।’

লা লিগার কর্মকর্তার সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যাওয়ার সূচি ঠিক হয়েছে। বেলা ১২টায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

আরআই/এসএএস/আরআইপি

আরও পড়ুন