ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাঠে গড়াচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরু হয়েছে ১৮ জানুয়ারি। শীর্ষ লিগের ২২ দিন পর মাঠে গড়াচ্ছে প্রফেশনাল ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে দ্বিতীয় স্তরের এ লিগ। অংশ নিচ্ছে ১১ টি ক্লাব।

রবিবার বিকেল ৩ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ঢাকা সিটি এফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী চ্যাম্পিয়নশিপ লিগ উদ্বোধন করবেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর থেকে নেমে চ্যাম্পিয়নশিপে খেলছে পুরোনো ঢাকার ক্লাব ফরাশগঞ্জ। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন উত্তর বারিধরা ও ফেনীর সকার ক্লাবও আছে চ্যাম্পিয়নশিপ লিগে।

অন্য ৮ দল হচ্ছে-ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারি ক্লাব, ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, স্বাধীনতা ক্রীড়া সংঘ, টিঅ্যান্ডটি ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব, ঢাকা সিটি এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি।

আরআই/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন