ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এশিয়া কাপের ফাইনালে কাতারের মুখোমুখি জাপান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

২০২২ বিশ্বকাপে স্বাগতিক দেশ কাতারকে নিয়ে অনেকের সন্দেহ ছিল এই দেশ গ্রুপপর্ব আদৌ পার হতে পারবে কি না। বিশ্বকাপে কী করবে সেটা হয়তো সময়েই বলে দেবে কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠে বিশ্বকাপে ভালো কিছু করারই ইঙ্গিত দিয়ে রাখলো মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতার। আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো তারা।

সেমিফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকা কাতার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ২২ মিনিটে বোয়ালেম খৌখি গোল করে এগিয়ে দেন কাতারকে। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন আলমোয়েজ আলী।

দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে হাসান আল হায়দুস এবং ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে হামিদ ইসমাইল গোল করলে ৪-০ গোলের বিশাল জয় পায় কাতার। পঞ্চমবারের মতো ফাইনাল খেলা জাপানের বিপক্ষে লড়াইটা বেশ জমজমাটই হবে কাতারের।

কেননা পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে একটি গোলও হজম করেনি তারা। ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আলমোয়েজ আলী ও ৮ অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা অ্যাসিস্টদাতা কাতারের আকরাম হাসান আফিফকে আটকাতে বেশ ভালো পরীক্ষাই দিতে হবে জাপানকে।

আরআর/বিএ

আরও পড়ুন