ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রুশ ফরোয়ার্ড ডেনিসের গোলে দ্বিতীয় জয় সাইফের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

দুই স্থানীয় খেলোয়াড় জাভেদ আর নয়ন গোল করে সাইফ স্পোর্টিং ক্লাবকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা এনে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে দলটিকে জেতালেন রুশ ফরোয়ার্ড ডেনিস বলশাকভ। বৃহস্পতিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে।

এ দুই দলের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে অভিষেক হলো নোয়াখালীর পুরনো এ স্টেডিয়ামটি। নোফেল স্পোর্টিং ক্লাব ও বিজেএমসি এ স্টেডিয়ামকে করেছে হোম ভেন্যু। ঘরের মাঠে বিজেএমসির শুরুটা ভালো হলো না। মোহামেডানের কাছে হেরে লিগ শুরু করা বিজেএমসি ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেনি।

ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৩৭ মিনিটে। কোরিয়ান পার্কের মাঝমাঠ থেকে নেয়া ক্রসে বক্সে দাঁড়িয়ে ডান পায়ের শটে গোল করেছেন ডেনিস। বিজেএমসির গোলরক্ষক আবুল কাশেম মিলন লাফিয়েও বলের নাগাল পাননি।

ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় সাইফ স্পোর্টিং ক্লাব। ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ৮৫ মিনিটে।

বাকি ৫ মিনিট একজন কম নিয়েই গোলটি ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ। রহমতগঞ্জের পর বিজেএমসিকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সাইফ।

আরআই/এমএমআর/জেআইএম

আরও পড়ুন