ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাগালানের এক ফ্রি-কিকে চট্টগ্রাম আবাহনীর তিন পয়েন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

গত মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে চট্টগ্রাম আবাহনীর সর্বনাশ করেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আওয়ালা মাগালান। শেষ দিকে মুক্তিযোদ্ধার কাছে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছিল চট্টলার আকাশি-হলুদরা। সে ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন মাগালান, গোলও করেছিলেন। ওই ম্যাচের পরই চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু সিদ্ধান্ত নিয়েছিলেন, পরের মৌসুমে মাগালানকে দলে ভেড়ানোর।

গত আসরে মুক্তিযোদ্ধায় খেলা মাগালান এবার চট্টগ্রাম আবাহনীর জার্সিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোনো ক্লাব মুক্তিযোদ্ধার বিরুদ্ধে গোল করে চট্টগ্রাম আবাহনীর শুভ সূচনা এনে দিয়েছেন এ আফ্রিকান ফরোয়ার্ড। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে মুক্তিযোদ্ধাকে হারিয়ে লিগ শুরু করলো চট্টগ্রামের জায়ান্টরা।

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে মাগালান জয়সূচক গোলটি করেন ৫৫ মিনিটে।

বক্সঘেষা জায়গায় পাওয়া ফ্রি-কিক থেকে মাগালান যে শট নেন, তা মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জগায়। মাগালানের ওই এক ফ্রি-কিকেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রামের দল।

ম্যাচের শেষ দিকে মুক্তিযোদ্ধা প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল। গোলের কয়েকটি সুযোগও তৈরি হয়। কিন্তু ম্যাচে তাদের আর ফেরা হয়নি।

তবে হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টু। আর চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু তিন পয়েন্ট পাওয়াটাকেই বড় করে দেখছেন।

আরআই/এমএমআর/জেআইএম

আরও পড়ুন