আবারো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার সালাহ
যেই ফর্মে ছিলেন, তাতে তার আফ্রিকার সেরা খেলোয়াড় অনুমেয়ই ছিল। হলোও তাই। টানা দ্বিতীয়বারের মত আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন মিশরের ফুটবলার মোহামেদ সালাহ। মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী সালাহর নাম ঘোষণা করা হয়।
২৬ বছর বয়সী মিশরীয় এই ফরোয়ার্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই ক্লাব সতীর্থ সেনেগালের সাদিও মানে ও গ্যাবনের স্ট্রাইকার পিয়েরি এমরিক অবেমায়েং। সেনেগালে অনুষ্ঠানে লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার জর্জ উইয়াহ সালাহর হাতে পুরস্কার তুলে দেন।
এ সময়ে সালাহ বলেন, ‘আমি ছোট থেকেই এই ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছি। আমি টানা দুইবার জিতেছি।’
টানা দুইবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়ে যোগ দিয়েছেন এলিট ক্লাবে। ইয়া ইয়া তোরে, সামুয়েল ইতো ও দিদিয়ের দ্রগবার পর চতুর্থ ফুটবলার হিসেবে দুই বা তার বেশি বর্ষসেরা ফুটবলার হওয়ার খেতাব জিতলেন সালাহ।
আরআর/এমএমআর/জেআইএম