ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেক্সিকোর কোচ হলেন মেসিদের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্ড টাটা মার্টিনো। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডকে এমএলএস কাপ জেতানোর পাশাপাশি জিতেছিলেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের পুরস্কারও। এমন সাফল্যে উল্লসিত মেক্সিকো তাদের জাতীয় দলের কোচের দায়িত্ব তুলে দিল টাটা মার্টিনোর কাঁধে।

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ব্যর্থতার পর ২০১৬ সালে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের কোচ হন মার্টিনো। এর আগে বার্সেলোনা ও প্যারাগুয়ের কোচও ছিলেন তিনি। আটলান্টার হয়ে ভালো সাফল্য পেয়েছেন এই আর্জেন্টাইন।

বড় মঞ্চে দীর্ঘদিন সাফল্য পাচ্ছে না মেক্সিকো। সর্বশেষ, বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদেরকে। যদিও গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। কিন্তু ব্রাজিলের কাছেই মুখ থুবড়ে পড়ে মেক্সিকানরা।

তাই ধারাবাহিকতা রক্ষার জন্য ২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচের দায়িত্ব দেয়া হয়েছে টাটা মার্টিনোর কাঁধে। তিনি সেটা কতটা নিতে পারবেন সময়েই সেটা বলে দেবে।

আরআর/বিএ