নতুন বছরে নতুন টুর্নামেন্টের ঘোষণা কাজী সালাউদ্দিনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের ঘোষণা অনুযায়ী প্রতি বছরই হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার নতুন আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। আগামী এপ্রিলে তিনি আয়োজন করতে চান নারীদের নিয়ে একটি টুর্নামেন্ট।
অনূর্ধ্ব-১৯ দলের এই টুর্নামেন্টের নাম হবে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার ২০১৯ সালের প্রথম দিনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘বিদায়ী বছরটা ভালোই ছিল আমাদের। নতুন বছরটিতে তেমনই ভালোভাবে কাটাতে চাই। অক্টোবরে নির্ধারিত বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে। আমরা ৬টি দল নিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট করবো এপ্রিলে। ছেলেদের যে টুর্নামেন্টগুলো আছে তা হবে। পাশাপাশি আমরা ফিফা উইন্ডোগুলো আমরা কাজে লাগিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবো।’
কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে প্রফেশনাল লিগ। তারপরের দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, তৃতীয় বিভাগ লিগ হবে। যাতে একটা লিগের প্লেয়ার জন্য আরেকটা লিগে খেলতে পারে। সেভাবেই সাজানো হয়েছে। দ্বিতীয় বিভাগ লিগটা তাড়াতাড়ি শুরু হবে। লিগটা আরও আগেই শুরু হতো। ক্লাবগুলোর চাহিদা ছিল নির্বাচনের পরে। তাদের ফান্ড দেয়া হয়েছে। স্পন্সরও আমরা ঠিক করে ফেলেছি। আগে যা দেয়া হতো তারচেয়ে বেশি দেয়া হবে।’
আরআই/আইএইচএস/বিএ