ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও রোনালদো ম্যাজিকে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

মৌসুমের শুরু থেকেই রোনালদোর গোল এবং জুভেন্টাসের জয় যেন একই সুতোয় গাঁথা রয়েছে। লিগে বছরের শেষ ম্যাচেও আবারও রোনালদো ঝলক দেখলো ইতালিয়ান লিগ। তার জোড়া গোলে সাম্পদোরিয়াকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারালো তুরিনের বুড়িরা। জুভদের হয়ে দুটি গোলই করেন সিআরসেভেন।

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় জুভেন্টাস। উইঙ্গার পাওলো দিবালার কাছ থেকে বল পেয়ে খুব সহজেই সেটিকে গোলে পরিণত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৪ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল জুভেন্টাস। কিন্তু দিবালার দারুণ শট রুখে দেন সাম্পদোরিয়ার গোলরক্ষক।

৩২ মিনিটেই সমতায় ফেরে মাঝারি সারির দল সাম্পদোরিয়া। এমরি চ্যানের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে কোয়ালিরারেল্লা গোল করে তাদের ১-১ সমতায় ফেরান। বিরতির আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও জুভেন্টাস তেমন সুবিধা করতে পারেনি। ফলে সমতায় থেকেই বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে মাতুইদির শট দুর্দান্ত ভঙ্গিমায় রুখে সাম্পদোরিয়াকে ম্যাচে টিকিয়ে রাখেন তাদের গোলরক্ষক। ৬১ মিনিটে ডি বক্সের ভেতর রোনালদোকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি কিন্তু ভিডিও এসিস্ট্যান্ট রেফারির কল্যাণে নিজের সিদ্ধান্ত পাল্টে পেনাল্টির সিদ্ধান্ত দিতে বাধ্য হন রেফারি।

স্পট কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। সাদা-কালোদের হয়ে চারটি পেনাল্টি নিয়ে চারটিতেই গোল করলেন এই পর্তুগিজ ফুটবলার। ৯২ মিনিটে সাম্পদোরিয়ার ফুটবলার সাপোনারা গোল করলেও ভিএআরের কল্যাণে সেটি বাতিল করে দেন রেফারি।

শেষের দিকে কয়েকটি সুযোগ পেলেও হ্যাটট্রিক পূরণ করতে পারেননি রোনালদো। এই জোড়া গোলের সুবাদে ২০১৮ সালে ৪৯টি গোল নিয়ে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করলেন রোনালদো।

আরআর/জেএইচ/আরআইপি

আরও পড়ুন