ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মরিনহোর বিদায়ের পরেই ম্যান ইউর গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৭ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮

হোসে মরিনহোকে সরিয়ে ওলে গুনার সোলশারকে দায়িত্ব দেয়ার পর প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কার্ডিফের মাঠ থেকে ৫-১ গোলের ব্যবধানে জিতে ফিরেছে সোলশারের শিষ্যরা।

এ জয়ের পর ১৮ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৮ পয়েন্ট, ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

শনিবার বিকেলে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে প্রথম গোল পেতে মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয়েছে ইপিএলের অন্যতম সেরা ক্লাবটিকে। মার্কাস র‌্যাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে প্রথম লিড পায় ইউনাইটেড।

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্ডের হেরেইরা। প্রায় ২৫ গজ দূর থেকে উঁচু শটে ক্রসবার ঘেঁষে বল ঠিকানায় পাঠান এ স্প্যানিশ মিডফিল্ডার। তবে মিনিট নয়েক বাদে এক গোল শোধ করেন কার্ডিফ সিটির স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর কামারাসা।

তবে ৪১তম মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ম্যান ইউর ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল। আর দ্বিতীয়ার্ধে একাই জোড়া গোল করেন ইংলিশ মিডফিল্ডার হেসে লিনগার্ড।

এসএএস/এমএস

আরও পড়ুন