ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাঁচবার গোল্ডেন বুট জিতেও কী বিনয়ী মেসি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

ফুটবলের আরেক নাম যদি পেলেকে বুঝায় তাহলে ফুটবলের ভেতর বিনয়ী মনোভাব দেখানোর অপর নাম হওয়া উচিত লিওনেল মেসি। পাঁচবার গোল্ডেন বুট জয়ী এই ফুটবলার তার পঞ্চম গোল্ডেন বুট ট্রফি নেয়ার সময় বলেই ফেললেন, ক্যারিয়ারের শুরুতে এসব কিছু চিন্তাও করেননি তিনি!

বিনয়ী হওয়াটা অবশ্য তার সাথেই ভালো যায়। সবসময় নিজ দলের সতীর্থদের নিজের থেকেও বেশি এগিয়ে রাখতেন মেসি। গত মৌসুমে ইউরোপিয়ান লিগগুলোর ভেতর সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। পুরস্কার গ্রহণ করতে এসে মেসি বললেন, ‘সত্যি কথা বলতে আমার ক্যারিয়ারের শুরুতে এতসব কিছু আমি কল্পনাও করিনি। আমার স্বপ্নই ছিল শুধু পেশাদার ফুটবলার হওয়া। আমি ফুটবল খেলতে পছন্দ করতাম কিন্তু এতসব আমার কল্পনাতেও আসেনি।’

তবে নিজে চিন্তা না করলেও ঠিকই তার সতীর্থরা চিন্তা করেছিলেন মেসি বড় খেলোয়াড় হতে পারবেন। তাই নিজের সতীর্থদের ধন্যবাদ দিতে কার্পণ্য করেননি মেসি। ‘এই সাফল্য কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফলেই এসেছে। আমার চারপাশের সবাই বিশ্বসেরা ফুটবলার। আমি বিশ্বের সেরা দলে খেলছি এ কারণেই এসব কিছু জয় করাটা আমার জন্য সহজ হয়ে গেছে। আমার সতীর্থও এর আগে গোল্ডেন বুট জিতেছে।’

২০১০, ২০১২, ২০১৩, ২০১৭ সালের পর ২০১৮ সালে এসে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি। এতদিন রোনালদোর সমান চারটি গোল্ডেন বুট জিতে যৌথভাবে ছিলেন সবার উপরে। এবার তিনি চলে গেলেন রোনালদোর উপরে। চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন মেসি। ১৪ গোল ইতোমধ্যে করে ফেলেছেন। নিজের ফর্ম ধরে রাখতে পারলে এবারও গোল্ডেন বুট জেতা তার পক্ষে অসম্ভব কিছু না।

আরআর/বিএ

আরও পড়ুন