একাডেমির জন্য জায়গা দেখলেন কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ফুটবল একাডেমি তৈরির আগ্রহ প্রকাশ করেছে ফর্টিস গ্রুপ। ঢাকা সিটি করপোরেশনের মধ্যেই বাড্ডার বেরাইদে প্রতিষ্ঠানের নিজস্ব ফুটবল গ্রাউন্ড বাফুফেকে একাডেমি তৈরির জন্য দিতে আগ্রহ প্রকাশ করেছে তারা।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন শুক্রবার বিকেলে জায়গাটি পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কে. স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম ও ফর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন।
‘জায়গাটা পছন্দ হয়েছে বাফুফে সভাপতির। ফিল্ডটা সুন্দর, ফ্লাডলাইটও আছে। ফর্টিস গ্রুপও ফুটবল ডেভেলপমেন্টের যুক্ত হতে আগ্রহী। আশাকরি, আগামী এক মাসের মধ্যেই দুই পক্ষ আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে’-জাগো নিউজকে জানিয়েছেন কে. স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম।
জায়গা পরিদর্শনের পর ফর্টিস গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাও করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।
আরআই/আইএইচএস/পিআর