আবাহনীর নতুন কোচকে জয় উপহার দিলেন ফয়সাল
দুপুর ১২ টার দিকে ক্লাবে পৌঁছে বিকেলেই আবাহনীর ডাগআউটে দাঁড়ালেন তাদের নতুন কোচ পর্তুগালের মারিও লিচিনিও লেমস। সদ্য ফেডারেশন কাপ জেতা আবাহনীতে মধুর অভিষেকই হলো তার। স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে নতুন কোচবরণ করলো আকাশি-হলুদরা।
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে টুর্নামেন্টে শুভসূচনা এনে দেন দলের অনিয়মিত ফরোয়ার্ড ফয়সাল আহমেদ শিতল। এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া গোল করেন জুয়েল রানার বদলি হিসেবে মাঠে নামা ফয়সাল।
৭৬ মিনিটে ডান দিক থেকে রুবেল মিয়ার কাটব্যাক থেকে টোকায় এবং পরের মিনিটে বাম দিক থেকে হাইতির বেলফোর্টের ক্রসে হেডে গোল করে আবাহনীর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়ান এ মৌসুমে আবাহনীর জার্সিতে প্রথম মাঠে নামা ফয়সাল।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ব্যবধান কমিয়েছে ইনজুরি সময়ে। জাপানি ইউসুকে কাতো বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকলে তাকে ফাউলের শিকার হন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে কাতোই গোল করে ব্যবধান ১-২ করেন।
আবাহনী গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ৮ ডিসেম্বর ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধার টিকে থাকার ম্যাচ হবে ব্রাদার্সের বিপক্ষে ৫ ডিসেম্বর।
আরআই/এমএমআর/জেআইএম