ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বার্সাকে নিচে নামিয়ে শীর্ষে সেভিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৬ নভেম্বর ২০১৮

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটছে না দুই শক্তিশালী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। লিগের এক তৃতীয়াংশ পেরিয়ে গেলেও ছন্দ খুঁজে পায়নি দুই দলের কেউই। সে সুযোগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে উয়েফা ইউরোপা লিগের রাজা সেভিয়া এফসি।

শনিবার রাতে নিজেদের ম্যাচ হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে ড্র করায় দুই পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। কিন্তু এই দুই দলের মতো জয় তুলে নিতে ভুল করেনি সেভিয়া।

রোববার রাতে রিয়াল ভায়োদলিদকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই উঠে গিয়েছে ১৯৪৫-৪৬ মৌসুমে নিজেদের একমাত্র লিগ শিরোপাটি জেতা সেভিয়া।

ম্যাচের ত্রিশতম মিনিটে জয়সূচক গোলটি করেন সেভিয়ার পর্তুগিজ ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। দুর্দান্ত মৌসুম কাটাতে থাকা সিলভার চলতি লিগে এটি অষ্টম গোল।

এ জয়ে ১৩ ম্যাচ শেষে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সেভিয়া। সমান ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনার পয়েন্ট ২৫।

তিন নম্বরে নেমে যাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে আলাভেস (২৩) ও এসপানিওল (২১)। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০।

এসএএস/জেআইএম

আরও পড়ুন