শেষ মুহূর্তের গোলে বার্সার রক্ষা
ম্যাচে দাপট দেখিয়ে খেলল। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণাত্মক কৌশলের কাছে পরাস্তই হতে বসেছিল বার্সেলোনা। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। শেষ মুহূর্তে গোল করে বার্সাকে উদ্ধার করেন উসমান ডেম্বেলে। তার ওই গোলেই ১-১ গোলের ড্র নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।
ম্যাচে বার্সেলোনা ৭০ ভাগ বল দখলে রেখেছিল। কিন্তু অ্যাটলেটিকোর রক্ষণ দেয়াল যেন ভাঙতে পারছিল না। ম্যাচের ১৭ মিনিটে অ্যাটলেটিকোর থমাস লেমারের বাঁ পায়ের শট বরং বক্সের ডান দিক দিয়ে বেরিয়ে যায়।
৩৮ মিনিট বার্সার আর্তুরো ভিদালের বক্সের মধ্য থেকে নেয়া গোলপোস্ট মিস করে। ৪০ মিনিটে বক্সের বাইরে থেকে লিওনেল মেসির ফ্রি কিক বেশ উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে বলার মতো আর আক্রমণ হয়নি।
দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় এসে গোলের দেখা পেয়ে যায় অ্যাটলেটিকো। অ্যান্তোনিও গ্রিজম্যানের মাপা কর্নার থেকে বল পেয়ে তাতে মাথা ছুঁইয়ে দেন ডিয়েগো কস্তা। ১-০ গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো।
গোল শোধে মরিয়া বার্সা অনেক চেষ্টা করেছে। ৮২ আর ৮৭ মিনিটে মেসির দুটি শট দারুণভাবে আটকে দেয় অ্যাটলেটিকো। ৮৮ মিনিটে বদলি উসমান ডেম্বেলের ক্রস থেকে বল পেয়েও গোল করতে পারেননি সার্জিও বুসকেটস।
৯০ মিনিটে ডেম্বেলে নিজেই দলকে বিপদ থেকে উদ্ধার করেন। মেসির অ্যাসিস্ট থেকে নিচু শটে অ্যাটলেটিকো গোলরক্ষক জন ওবলাককে পরাস্ত করেন ফরাসি উইঙ্গার। শেষ মুহূর্তের ওই গোলেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এমএমআর/পিআর