ট্রফিটি শেখ হাসিনাকে উপহার দিতে চায় কিশোর ফুটবল দল
নেপালের কাঠমান্ডুতে শনিবার জেতা সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায় কিশোর ফুটবল দল। ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে সেরা হলো বাংলাদেশের কিশোররা।
ফাইনাল শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন, ‘আমরা এই ট্রফিটা আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’
বাংলাদেশের এই ট্রফি জয় ভারতকে সেমিফাইনালে ও পাকিস্তানকে ফাইনালে হারিয়ে। সাফল্য প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করেছি। আজকের এই চ্যাম্পিয়নশিপ তারই ফসল। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়, এটা অন্যরকম এক অনুভূতি।’
ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান বলে ম্যাচের আগে কিশোর ফুটবলারদের মনে করিয়ে দেয়া হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা। মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন, ‘১৯৭১ সালে এই পাকিস্তানকে হারিয়ে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। এ ম্যাচের আগে ছেলেদের তা বলা হয়েছিল। আমার খেলোয়াড়রা যুদ্ধের অনুভূতি নিয়েই মাঠে নেমেছিল। তারা সে যুদ্ধে বিজয়ী হয়েছে।’
এ সাফল্যের পেছনে খেলোয়াড়দের কঠিন পরিশ্রম ছিল উল্লেখ করে কোচ বলেছেন, ‘আমি খেলোয়াড়দের ধন্যবাদ। কারণ, তারা অনেক পরিশ্রম করেছে। আমার সঙ্গে যে কোচরা ছিলেন তারাও কস্ট করেছেন। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। তারা আমাদের জন্য দোয়া করেছেন।’
এসএএস/জেআইএম