ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রহমতগঞ্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আরামবাগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া সংঘ। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথুর জোড়া গোলে আরামবাগ ৩-১ ব্যবধানে হারিয়েছে পুরনো ঢাকার দলটিকে।

রহমতগঞ্জ নিজেদের প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। দুই ম্যাচ হারায় বিদায় নিলো পুরনো ঢাকার ক্লাবটি। তাতে আরামবাগের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীরও। এই দুই দল গ্রপসেরা হওয়ার লড়াইয়ে নামবে ২ নভেম্বর।

একচেটিয়া প্রাধান্য নিয়েই রহমতগঞ্জকে হারিয়েছে মারুফুল হকের আরামবাগ। তবে গোল পেতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে গত মৌসুমের স্বাধীনতা কাপজয়ী দলটিকে। বিরতির বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে আরামবাগকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথু।

৬৬ মিনিটে ম্যাথুর আরেক গোলে ব্যবধান দ্বিগুণ হয় আরামবাগের। ৮০ মিনিটে আরিফুর রহমানের দুর্দান্ত গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আরামবাগ। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে রহমতগঞ্জ ব্যবধান কমায় কঙ্গোর ফরোয়ার্ড সিয়ো জুনাপিও’র গোলে।

বুধবার ফেডারেশন কাপের দুটি ম্যাচ। বিকেলে সোয়া ৫টায় শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে এবং সোয়া ৫টায় মুখোমুখি হবে ব্রাদার্স-বিজেএমসি।

আরআই/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন