আর্জেন্টিনা দলে মেসি না থাকায় খুশি নেইমার!
এ যুগে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ বলতেই সবাই বুঝি, নেইমার-মেসির লড়াই। বিশ্ব ফুটবলের সেরা তিন তারকার দুইজনই দুই দলে। তবে এবার আর মুখোমুখি দেখা হচ্ছে না নেইমার-মেসির। এমনিতে মেসিকে খুব পছন্দ করলেও দলের কথা ভেবে বিষয়টা বেশ ভালোই লাগছে নেইমারের। সাবেক বার্সা সতীর্থ থাকলেই যে বরং বাড়তি দুশ্চিন্তায় থাকতে হতো ব্রাজিলকে।
সৌদি আরবে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা। এমন এক লড়াইয়ে কেন নেই মেসি? আসলে শুধু এই লড়াইয়ে নয়। বিশ্বকাপ ব্যর্থতার পর জাতীয় দল থেকেই স্বেচ্ছা নির্বাসনে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
মেসির মতো একজন তারকা না থাকায় ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আকর্ষণ হারাবে অনেকটাই। তবে নেইমার এটাকে নিজেদের দলের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন। পিএসজি তারকা বলেন, ‘যারা ফুটবল ভালোবাসেন, মেসি না থাকা তাদের জন্য খারাপ খবর। তবে আমাদের জন্য ভালো।’
মেসি না থাকলেও পাওলো দিবালার মতো তারকা আছে আর্জেন্টিনা দলে। নেইমার তাই প্রতিপক্ষকে মোটেই খাটো করে দেখছেন না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমরা কখনই আর্জেন্টিনা দলের মানকে খাটো করব না। তাদের দলে ভালো খেলোয়াড় আছে। আর্জেন্টিনার দিবালার মতো খেলোয়াড় আছে, তাই আমাদের সজাগ থাকতে হবে। এটা কঠিন একটা ম্যাচ হবে। আমাদের নিজেদের কাজটা করতে হবে। তাদের বিপক্ষে খেলা তো সবসময়ই ভালো লাগার। এই ম্যাচে কোনো ফেবারিট নেই।’
ক্যারিয়ারে বেশিরভাগ সময় লেফট উইংয়ে খেললেও পিএসজিতে চলতি মৌসুমে নেইমারকে 'নাম্বার টেন' হিসেবে খেলাচ্ছেন কোচ থমাস টাচেল। তবে জাতীয় দলে কোচ তিতের সিদ্ধান্তেই শ্রদ্ধা আছে পিএসজি তারকার।
আর্জেন্টিনার বিপক্ষে কি ভূমিকায় দেখা যাবে? এমন প্রশ্নে নেইমার বলেন, ‘আমার মনে হয়, এটা ম্যাচের উপর নির্ভর করে। হয়তো পজিশন কিছুটা পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। তবে এটা কোচের সিদ্ধান্ত, আমার নয়। প্যারিসে আমি মাঝে খেলি। আর এখানে তিতে আমাকে অনেক স্বাধীনতা দেন, শুধু মাঝে নয়, উপরেও খেলি আমি। বছরে বছরে খেলোয়াড়রা তাদের সেরা পজিশন খুঁজে বের করার চেষ্টা করেন, এটা ফুটবলেরই অংশ। আমার মনে হয়, আমার এখনও অনেক কিছু দেয়ার আছে। যতই আপনি খেলবেন, ততই অভিজ্ঞতা হবে।’
এমএমআর/পিআর