ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দেড় ঘণ্টা আগেই পরিপূর্ণ গ্যালারি

রফিকুল ইসলাম | কক্সবাজার থেকে | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০১৮

ম্যাচ শুরুর প্রায় দেড় ঘন্টা আগে দর্শকে পরিপূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারি। বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যেকার বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে এখানে ফুটবল উম্মাদনা আগেই বোঝা গিয়েছিল।

ম্যাচের দিন বুধবার সূর্য মাথার উপর আসার আগেই মানুষের স্রোত স্টেডিয়ামুখী। মাত্র হাজার চৌদ্দ দর্শক ধারণ ক্ষমতা এ স্টেডিয়ামের গ্যালারির। তাই তো দর্শকরা আগে ভাগেই স্টেডিয়ামে ঢুকে সুবিধামতো জায়গায় বসে খেলা দেখতে ছুটে আসেন স্টেডিয়ামে।

দর্শকে যখন গ্যালারি পরিপূর্ণ, তখনো হাজার হাজার মানুষ বাইরে অপেক্ষমান। ১৯৫৬ সালে তৈরি এ স্টেডিয়ামটি এখনো পরিপূর্ণতা পায়নি। স্টেডিয়ামের পূর্ব-দক্ষিণে এখন বড় গ্যালারি নির্মাণ হয়নি। যদিও ৮ বছর আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সময়ই দর্শক উম্মাদনার পর স্থানীয় ফুটবল সংগঠকরা অনুভব করেছিলেন স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণের প্রয়োজনীয়তা।

ফিলিস্তিনের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশ একাদশ প্রায় লাওসের বিরুদ্ধে ম্যাচের মতো। গ্রুপপর্বের প্রথম ম্যাচের একাদশের একজন রবিউল হাসান নেই সেমিফাইনালে। তার পরিবর্তে একাদশে রাখা হয়েছে ইমন মাহমুদ বাবুকে। যিনি ছিলেন আগের ম্যাচে ফিলিপাইনের বিরুদ্ধেও।

বাংলাদেশ একাদশ
আশরাফুল ইসলাম রানা, ওয়ালি ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, জামাল ভুঁইয়া, ইমন মাহমুদ বাবু, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, নাবীব নেওয়াজ জীবন।

আরআই/এমএমআর

আরও পড়ুন