ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল, ঢাকায় লাওস

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

আর বাকি ৩ দিন। ১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। বাংলাদেশসহ ৬ দল অংশ নিচ্ছে জাতির জনকের নামের এ টুর্নামেন্টে। ইতিমধ্যে দলগুলোর আসাও শুরু হয়েছে।

বাংলাদেশ দল সবার আগে পৌঁছেছে টুর্নামেন্ট ভেন্যু সিলেটে। শুক্রবার সন্ধ্যা ৬টায় জেমি ডে শিষ্যদের নিয়ে সিলেটে পা রেখেছেন। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে ফিলিপাইন ও লাওসের সঙ্গে। ‘এ’ গ্রুপের দল ফিলিস্তিন, তাজিকিস্তান ও গতবারের চ্যাম্পিয়ন নেপাল।

বিদেশি দলগুলোর মধ্যে সবার আগে ঢাকা পৌঁছেছে লাওস। শুক্রবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। ১ অক্টোবর বাংলাদেশ-লাওসের ম্যাচ দিয়েই সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। লাওস ঢাকা থেকে শনিবার দুপুরে সিলেট পৌঁছবে।

বাংলাদেশ গ্রুপের অন্য দল ফিলিপাইন আসবে শনিবার দুপুরে। বিকেলের ফ্লাইট ধরে তারা চলে যাবে সিলেট। শনিবার রাতে ঢাকায় এসে পরের দিন দুপুরে সিলেট যাবে মধ্য প্রাচ্যের দল ফিলিস্তিন। তাজিকিস্তানও চলে আসবে শনিবার বিকেলে। পরের দিন দুপুরে তারা যাবে টুর্নামেন্টের প্রথম পর্বের ভেন্যু সিলেটে। সবার শেষে আসবে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল। হিমালয়ের দেশটি রোববার দুপুরে ঢাকা আসবে, সন্ধ্যায় চলে যাবে সিলেট।

আরআই/এমএমআর/পিআর

আরও পড়ুন