কিশোরীদের ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ববি
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দেখতে শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধা্নমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি।
রেদওয়ান সিদ্দিকী ববি তার পুত্র ও কন্যাকে নিয়ে স্টেডিয়ামের ভিআইপিতে বসে প্রায় পুরোটাই দেখেছেন আখি-আনুচিংদের ম্যাচ। ববির সঙ্গে তার এক বন্ধু ও বন্ধুর মেয়েও খেলা দেখেছেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের জামাতা ও নাতনী ববির পাশে বসে খেলা দেখেন। রেদওয়ান সিদ্দিকী ববি ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে তিনি স্টেডিয়াম ত্যাগ করেন।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য ও বাফুফের মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ এ সময়ে উপস্থিত ছিলেন।
শুক্রবার ছুটির দিনে এ ম্যাচটি দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিল কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে। ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
আরআই/আইএইচএস/এমআরএম