ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখাতে চায় কিশোরী ফুটবলাররা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামছেন সোমবার কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে। বাংলাদেশের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

টুর্নামেন্ট শুরু হয়েছে শনিবার। প্রথম দিনে সহজ জয় পেয়েছে ভিয়েতনাম ও লেবানন। ভিয়েতনাম ৪-০ গোলে সংযক্ত আরব আমিরাতকে এবং লেবানন ৮-০ গোলে হারিয়েছে বাহরাইনকে। প্রথম দিনের জয়ী দুই দলকেই গ্রুপে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ ভাবা হচ্ছে। প্রথম ম্যাচে বাহরাইনের বিরুদ্ধে সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে তার দল এমন প্রত্যাশা কোচ গোলাম রব্বানী ছোটনের।

এই গ্রুপে বাংলাদেশই টপ ফেভারিট। কোচ গোলাম রব্বানী ছোটন নিজেদের খেলাটাই খেলতে চায়। প্রথম ম্যাচেই তিনি নিজেদের শক্তিটা দেখাতে চান। এ ম্যাচ দিয়ে অন্যদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে দিতে চান দেশের নারী ফুটবলের সবচেয়ে সফল এ কোচ।

বাফুফে মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘দুটি দল ইতোমধ্যে তাদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। মেয়েদের নির্দেশনা দেয়া হয়েছে, যতো বেশি সম্ভব গোল দিতে হবে।’ মেয়েরা ভালো খেলতে পারলে গোল আসবে বলেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

দলে বেশ পরিবর্তন হলেও এ দলটি আরো শক্তিশালী হিসেবে দেখছেন কোচ। তার যুক্তি নতুন যারা ঢুকেছেন তারাও অনেক প্রতিভাবান।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন