ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাশিয়া বিশ্বকাপের ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

৩১ বছর পর আবার বাংলাদেশ দেখা যাবে ফুটবল বিশ্বকাপে খেলা এক ফুটবলারকে। রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেসকে উড়িয়ে এনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংস।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ খেলা ইরাকের শামির সাকিরকে ঢাকার ফুটবলে খেলিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল ঢাকার অন্যতম সেরা ক্লাব আবাহনী। ১৯৮৭ সালে আকাশি-হলুদ জার্সিগায়ে পুরো মৌসুম খেলেছিলেন ইরাকের ওই ডিফেন্ডার।

বুধবার রাতে ৩৩ বছর বয়সী কোস্টারিকার এ ফরোয়ার্ড ঢাকায় এসেছেন। প্রিমিয়ার লিগে নবাগত দলটি অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়েছে। স্থানীয় তারকাদের দলে নেয়ার পাশপাশি তারা উন্নতমানের বিদেশি ফুটবলার আনছে। কোচ নিয়োগ দিয়েছে এক স্প্যানিশকে।

বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশে খেলতে আসা তৃতীয় ফুটবলার কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস। সামির শাকিরেরও আগে মোহামেডানে খেলে গেছেন বিশ্বকাপে অংশ নেয়া ইরানের গোলরক্ষক নাসের হেজাজি। মোহামেডানের আরেক বিদেশি নাইজেরিয়ান এমেকা বিশ্বকাপে খেলেছেন ঢাকার ফুটবলে অংশ নেয়ার পর।

কোস্টারিকার ড্যানিয়েল দেশের জার্সি গায়ে ১৫ ম্যাচ খেলে অবশ্য কোনো গোল পাননি। ক্লাব ফুটবলে সর্বশেষ খেলেছেন নিজ দেশের সাপরিসায়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন তিনি। মাঝে গুয়াপিলেস এবং পুন্তারেনাসের হয়ে লোনে খেলতে গিয়েছিলেন তিনি। দেপোরতিভো সাপরিসা ছেড়েই তিনি নাম লিখেছেন বসুন্ধরা কিংসে। ৮ বছরে সাপরিসায় জার্সি গায়ে ২৪৪ ম্যাচ খেলে ৫৭ গোল করেছেন ড্যানিয়েল।

রাশিয়া বিশ্বকাপে ড্যানিয়েলের গায়ে ছিল ৯ নম্বর জার্সি। খেলেছেন দুটি ম্যাচ। কোস্টারিকা ছিল ব্রাজিলের সঙ্গে ‘ই’ গ্রুপে। ড্যানিয়েল প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৭৩ মিনিটে। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তাকে খেলালনি দলটির কোচ অসকার রামিরেজ। তবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ড্যানিয়েল ছিলেন একাদশে। খেলেছিলেন ৮১ মিনিট।

আরআই/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন