ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দর্শকচাপ নেই সাফের সেমিফাইনালে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

মালদ্বীপ ও নেপালের মধ্যকার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল শুরু হয়েছে বিকালে; কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি বলতে গেলে দর্শকশূন্য। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামের পশ্চিম ও উত্তর গ্যালারিতে তিন থেকে চারশ’ দর্শকের উপস্থিতি ছিল। ভিআইপি গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন শ’খানেক।

অথচ গ্রুপ পর্বে মালদ্বীপ-শ্রীলংকা ম্যাচেও ৯ থেকে ১০ হাজার দর্শক হাজির হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। টুর্নামেন্টে থেকে বাংলাদেশ বিদায় নেয়ার পরই আগ্রহ হারিয়ে ফেলে দর্শকরা। সেমিফাইনালে স্বাগতিকরা থাকলে আজকের পরিস্থিতি হতো অন্য রকম। ম্যাচের টিকিটই থাকতো আলোচনার কেন্দ্রে।

ভুটানকে হারিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে জয় পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের দুটি জয়ের পরই শুরু হয়েছিল দর্শক উম্মাদনা; কিন্তু নেপালের কাছে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের খাওয়া হাস্যকর গোল শেষ করে দেয় সব কিছু।

BB-Stadium-1

সাফের প্রথম সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে মালদ্বীপ ৯ মিনিটেই এগিয়ে যায়। ফ্রি-কিক থেকে আকরাম আব্দুল ঘানির গোল মালদ্বীপকে স্বপ্ন দেখাচ্ছে ঢাকায় তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার।

সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের।

আরআই/আইএইএইচএস/জেআইএম

আরও পড়ুন