ইতালিতে নিরাপত্তা শঙ্কায় রোনালদো!
স্পেনে বেশ সুখেই ছিলেন। ইতালিতেও যে দুঃখে আছেন, তেমন নয়। তবে জুভেন্টাসে যোগ দেয়ার পর তুরিনে বোধ হয় নিজেকে খুব একটা নিরাপদ বোধ করছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এবং পরিবারের সুরক্ষার জন্য কমপক্ষে তিনজন দেহরক্ষীর ব্যবস্থা করতে ক্লাবের কাছে অনুরোধ করেছেন পর্তুগিজ যুবরাজ।
ইতালিয়ান সংবাদপত্র 'করিরে ডি তোরিনো'-র প্রতিবেদন অনুযায়ী, গ্রান মার্দে পার্কে নিজের বাড়িতে নিরাপত্তা নিয়ে চিন্তিত রোনালদো। জুভ কর্তৃপক্ষকে সাবেক রিয়াল তারকা দুজন নিরাপত্তারক্ষী দিতে বলেছেন। একটি তার পরিবারের জন্য, আরেকটি বাড়িতে সার্বক্ষণিক নজর রাখতে। আর তৃতীয় দেহরক্ষী রোনালদো চেয়েছেন তার সঙ্গে সবসময় থাকার জন্য।
সিরি-আয় রোনালদোর অভিষেক ম্যাচে স্থানীয় কর্তৃপক্ষ সন্ত্রাস-বিরোধী একটি ইউনিটকে দায়িত্বে রেখেছিল। বোঝাই যাচ্ছে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা।
তুরিনে রোনালদো একটি বিলাসবহুল বাড়িতে উঠেছেন। জুভেন্টাসের যুব একাডেমিতে তার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রও ট্রেনিং শুরু করেছেন। দুই রোনালদোর জন্য আলাদা নিরাপত্তা তো দরকারই!
এমএমআর/আরআইপি