ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফুটবলে নতুন টুর্নামেন্ট বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৯ আগস্ট ২০১৮

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের সফল আয়োজনের পর এবার দেশব্যাপী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন এ টুর্নামেন্টের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’। দেশের নতুন এ টুর্নামেন্ট মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলোর মধ্যে সেতুবন্ধনের জন্যই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন এই উদ্যোগ। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বললেন, ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফল আমরা পেতে শুরু করেছি। মেয়েদের টুর্নামেন্ট অনেক সামনে এসেছে। ওই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতেই আমাদের মন্ত্রণালয়ের এ উদ্যোগ।’

ইউনিয়ন, উপজেলা, জেলার পর বিভাগ-এই চার ধাপের টুর্নামেন্টে ৫ হাজার ৫০০ টি দলের ১ লাখ ২৫ হাজার তরুণ অংশ নেবেন এই টুর্নামেন্টে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, এর মধ্যে থেকে ৪০ জন প্রতিভাবান ফুটবলার বাছাই করে তারা ট্রেনিংয়ের জন্য বাফুফের হাতে দেবে। অথবা যারা বিকেএসপিতে ভর্তির যোগ্য তাদের সেখানে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টের জন্য মন্ত্রণালয় বাজেট ধরেছে ১৫ কোটি টাকা।

আরআই/এমএমআর/এমএস

আরও পড়ুন