ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাতে আসছে শ্রীলঙ্কা ফুটবল দল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সবার আগে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ফুটবল দল। রোববার রাত লংকান ফুটবলারদের নিয়ে ঢাকা পৌঁছবেন কোচ পাকির আলী। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা খেলবে ‘বি’ গ্রুপে ভারত ও মালদ্বীপের বিপক্ষে।

সাফ ফুটবলের এবারের আসর শুরু হবে ৪ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার আগেভাগে আসার কারণ তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। ফিফার ফ্রেন্ডলি ম্যাচের মর্যাদা পাওয়া ম্যাচটি হবে ২৯ আগস্ট নীলফামারীতে।

অতিথি অন্য ৫ দলের মধ্যে নেপাল ও ভুটান আসবে ২ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বর আসবে ভারত ও মালদ্বীপ। তবে পাকিস্তান এখনো ঢাকা আসার শিডিউল নিশ্চিত করেনি বাফুফেকে।

৪ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভুটান, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যচে অংশ নেবে নেপাল ও পাকিস্তান। একই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিরুদ্ধে।

আরআই/এসএএস/জেআইএম

আরও পড়ুন