ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন দিনের মাথায় বার্সেলোনার দ্বিতীয় শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৬ আগস্ট ২০১৮

গত রোববার রাতে সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের মাধ্যমে মৌসুমে নিজেদের প্রথম শিরোপা জিতে নিয়েছিল বার্সেলোনা। তিনদিনের মাথায় মঙ্গলবার রাতেই মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে স্পেনের ক্লাবটি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফির শিরোপা জিতেছে বার্সেলোনা। নতুন মৌসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন বার্সার নতুন অধিনায়ক লিওনেল মেসি। দলের অন্য দুই গোল করেন ম্যালকম ও রাফিনহা।

ম্যাচের ১৮তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বলে ডি-বক্সের বাম পাশ থেকে জোরালো শটে গোল করেন ম্যালকম। এবারের মৌসুমেই ক্লাবে যোগ দেয়া ম্যালকমের এটিই বার্সেলোনার জার্সিতে প্রথম গোল।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। ডি-বক্সের বাইরে বল পেয়ে ছোট্ট ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান মেসি।

barcelona

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭তম মিনিটে শেষ গোলটি করেন রাফিনহা। লুইস সুয়ারেজের সাথে বল দেয়া-নেয়া করে আলতো টোকায় ম্যাচের তৃতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আগামী শনিবার লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা।

এসএএস/আরআইপি

আরও পড়ুন