ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৬ ম্যাচ অক্ষত কিশোরীদের গোলপোস্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০০ পিএম, ১৩ আগস্ট ২০১৮

বালিকাদের দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে গোল না খাওয়ার রেকর্ড আরো মজবুত করলো বাংলাদেশ। সোমবার নেপালকে ৩-০ গোলে হারিয়ে টানা ৬ ম্যাচ নিজেদের পোস্ট অক্ষত রাখলো বাংলাদেশের কিশোরীরা।

সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপের এটি দ্বিতীয় আসর। প্রথম আসর বসেছিল গত বছর ডিসেম্বরে ঢাকায়। ওই আসরে বাংলাদেশ হয় অপরাজিত চ্যাম্পিয়ন। বাংলাদেশ প্রথম রাউন্ডে ৩ ম্যাচে করেছিল ১২ গোল। প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে, তৃতীয় ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশের কিশোরীরা। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ভুটানে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলছে লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা। প্রথম ম্যাচে নবাগত পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় ম্যাচে নেপালকে হারালো ৩-০ ব্যবধানে। এ নিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে টানা ৬ ম্যাচ জিতলো বাংলাদেশ। ৬ ম্যাচে ৩০ গোল দিয়েছে বাংলাদেশ। কোনো দলই চিনতে পারেনি বাংলাদেশের গোলপোস্ট। ৫৪০ মিনিট নিজেদের পোস্ট অরক্ষিত রেখে এগিয়ে চলছে বাংলাদেশের কিশোরীরা।

আরআই/আইএইচএস/পিআর

আরও পড়ুন