ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালে যোগ দিয়ে অতীতের ‘ভুলের’ ক্ষমা চাইলেন কর্তোয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ আগস্ট ২০১৮

গত বুধবার ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৬ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব চেলসি থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ২৬ বছর বয়সী গোলরক্ষক থিবো কর্তোয়া। নতুন ক্লাবে যোগ দিয়েই নিজের অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এই বেলজিয়ান তারকা।

রিয়ালে নাম লেখানোর আগে তিন মৌসুম চেলসিতে খেলেছেন কর্তোয়া। এর আগের তিন মৌসুমে তিনি ছিলেন রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। তখনই করে বসেছিলেন ভুল। ২০১৩-১৪ মৌসুমে এক ম্যাচে রিয়ালের বিপক্ষে দেয়া স্লোগানে একাত্মতা প্রকাশ করেছিলেন কর্তোয়া।

রিয়ালে নিজের পথচলা শুরুর আগে সেই ভুলেরই ক্ষমা চেয়েছেন তিনি। তখন ছোট ছিলেন বলে বয়সের কারণে অমন ভুল হয়েছিল বলে ব্যাখ্যা দেন কর্তোয়া। রিয়ালে প্রথমবারের মতো অনুশীলনের পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তখন খুব ছোট ছিলাম, বয়স কম ছিল। তাই তখন ঘটনাপ্রবাহের সাথে নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম। তবে আমি সেই ঘটনার জন্য এখন ক্ষমা প্রার্থনা করছি। রিয়ালের জার্সি গায়ে আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো।’

এসময় রিয়ালে নাম লেখানোর মাধ্যমে স্বপ্নপূরণ হয়েছে বলেও জানান কর্তোয়া। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আজ আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করলাম। যারা আমাকে চেনেন তারা জানেন আমি এই পর্যায়ে আসতে কতোটা কঠোর পরিশ্রম করেছি। রিয়াল মাদ্রিদকেও ধন্যবাদ আমাকে দলে নেয়ায়। আমি যেখানেই খেলেছি সেখানেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। রিয়ালেও এর ব্যতিক্রম ঘটবে না।’

এসএএস/পিআর

আরও পড়ুন