ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরেকটি ব্যালন ডি’অর জিততেই জুভেন্টাসে রোনালদো?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৭ জুলাই ২০১৮

বয়স ৩৩ পেরিয়েছে, এই বয়সী ফুটবলাররা ক্লাব বদল করেন মূলতঃ অর্থের হাতছানিতে। সেজন্যই তারা চলে যান চীন বা কাতারের কোনো ক্লাবে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো এই জায়গায় ব্যতিক্রম। এই বয়সে এসে তিনি যোগ দিলেন ইতালির ক্লাব জুভেন্টাসে। লক্ষ্য? আরেকটি ব্যালন ডি’অর জেতা!

রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ করে রোনালদো জুভেন্টাসে গিয়েছেন ৯৯.২ মিলিয়ন ইউরোতে। তুরিনে পা রেখে সাবেক রিয়াল তারকা বললেন, ‘ক্যারিয়ারের এমন মুহূর্তে এই ক্লাবে যোগ দিতে পেরে আমি খুব খুশি।’

৩৩ বছর বয়সী রোনালদো ফুটবল অধ্যায় শুরু করেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। এরপর ৬ মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। অল হোয়াইটসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। সব মিলিয়ে রিয়ালের হয়ে জিতেছেন ১৬টি ট্রফি। রিয়াল মাদ্রিদের স্বর্ণালি সময়ের অনেকাংশ জুড়েই রোনালদো ছিলেন। অবশেষে জুভেন্টাসে যোগ দেয়ার মাধ্যমে এটির সমাপ্তি ঘটলো।

২০১৬ সাল পর্তুগালকে ইউরো জেতানোয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। গত বছর জিতেছেন ব্যালন ডি’অরও। সবমিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির সমান পাঁচটি ব্যালন ডি’অর এখন রোনালদোর শোকেজে। বয়সটা যা-ই বলুক, এবার আরেকটি ব্যালন ডি’অরের দিকে চোখ এই স্ট্রাইকারের।

এই ব্যালন ডি’অরের জন্যই যে জুভেন্টাসে আসা, সেটিও গোপন করলেন না রোনালদো। সাবেক রিয়াল ও ম্যানইউ তারকা বলেন, ‘আমি জিততে চাই। আমি সেরা হতে চাই। কে জানে, আবার হয়তো ব্যালন ডি’অর পাব। সবকিছু প্রকৃতির নিয়মেই ঘটে। ম্যানচেস্টার আর রিয়াল মাদ্রিদে এটা জেতা কঠিন ছিল। কিন্তু এখানে? দেখা যাক!’

শুধু কি এই একটিই কারণ? রোনালদো জানালেন, অনেকগুলো বিষয় তাকে রিয়াল ছেড়ে জুভেন্টাসে আসতে প্রভাবিত করেছে। পর্তুগিজ যুবরাজ বলেন, ‘আমি ভালো আছি-শারীরিক, মানসিক এবং আবেগের দিক থেকে। এজন্যই আমি এখানে এসে গর্বিত। যারা আমার বয়সে এসে ভাবে ক্যারিয়ার শেষ, তাদের চেয়ে আলাদা আমি। আমি তাদের দেখাতে চাই আমি আলাদা।’

এমএমআর/পিআর

আরও পড়ুন