ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বের যে কোনো বড় ক্লাবে খেলতে পারে হ্যাজার্ড : বেলজিয়াম কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৪ জুলাই ২০১৮

চলতি বিশ্বকাপে বেলজিয়ামের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনের অন্যতম প্রধান কারিগর ছিলেন ইডেন হ্যাজার্ড। সেমিফাইনালে ফ্রান্সের কাছে এক গোলে হেরে না গেলে ফাইনালেই খেলতে পারত হ্যাজার্ডের বেলজিয়াম।

তার বদলে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দ্য রেড ডেভিলসরা। এই ম্যাচের আগে নিজের শিষ্য হ্যাজার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘আধুনিক ফুটবলের অন্যতম পরিপূর্ণ খেলোয়াড় হ্যাজার্ড। এক-এক পরিস্থিতিতে হ্যাজার্ডের চেয়ে ভালো খেলোয়াড় খুব বেশি নেই। সে মুহূর্তের এক প্যাঁচে বিশ্বের যে কোনো রক্ষণ ভাঙার সামর্থ্য রাখে। একই সাথে তার মধ্যে রয়েছে দুর্দান্ত ব্যক্তিত্ববোধ ও সহজাত নেতার গুণাবলি।’

বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলেন হ্যাজার্ড। মার্টিনেজের মতে বিশ্বের যেকোন বড় ক্লাবে খেলার যোগ্যতা রয়েছে হ্যাজার্ডের। মার্টিনেজ বলেন, ‘হ্যাজার্ড একজন টিম প্লেয়ার। সে নিজে জিততে চায় এবং দলকে জেতাতে চায়। আশপাশের সবাইকে জয়ী হিসেবেই দেখতে চায় এ। বিশ্বের যে কোনো বড় ক্লাবে খুব সহজেই খেলতে পারবে হ্যাজার্ড।’

এসএএস/এমএস

আরও পড়ুন