ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্ববাসীর মন জয় করেছি : রাকিটিচ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ এএম, ১৪ জুলাই ২০১৮

বিশ্বকাপ শুরুর আগে ফেবারিটদের তালিকায় ছিলো না ক্রোয়েশিয়ার নাম। বড়জোর দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার পর্যন্ত ধরা হচ্ছিলো ক্রোয়াটদের যাত্রা। কিন্তু নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সেই ক্রোয়েশিয়াই এখন উঠেছে ফাইনালে। রোববার ফাইনাল ম্যাচটি জিতলেই পেয়ে যাবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট।

দেশটির মিডফিল্ডার ইভান রাকিটিচ মনে করেন তাদের এই সাফল্যে সারা বিশ্বের কোটি ফুটবল ভক্ত রীতিমতো ক্রোয়েশিয়ার সমর্থক বনে গেছেন। সারা বিশ্বের নানান প্রান্ত থেকে শুভেচ্ছা ও শুভকামনা পাচ্ছেন বলে জানান বার্সেলোনার এই মিডফিল্ডার।

এক সংবাদ সম্মেলনে রাকিটিচ বলেন, ‘আমার মনে হচ্ছে রোববার ফাইনালে আমরা কয়েকশ মিলিয়ন মানুষের সমর্থন পেতে যাচ্ছি। এখনই বিশ্বের নানান প্রান্তের মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে শুভকামনা পাচ্ছি। এটি সত্যিই অসাধারণ। মানুষেরা আমাকে জানিয়েছে যে তারা কখনো কল্পনাও করেনি যে তারা ক্রোয়েশিয়ার পক্ষে গলা ফাটাবে।’

এসময় রাকিটিচ বলেন, ‘আমরা মানুষের মন জয় করতে পেরেছি। ফাইনালে খেলাটা আমাদের প্রাপ্য ছিল। এখন আমাদের দেখাতে হবে আমরা কতটা ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারি। এতে করে আমরা আমাদের দেশের মানুষদেরসহ সারা বিশ্বের সমর্থকদের খুশি করতে পারি। গোল্ডেন বল বা ব্যক্তিগত পুরষ্কার নিয়ে আমাদের দলে কথা হচ্ছে না। আমরা শুধু শিরোপা জিততে চাই। ফ্রান্সকে হারালেই পাব সেই শিরোপা।’

এসএএস/এমএস

আরও পড়ুন